Thursday, October 14, 2021
Homeখবরইউটিউবে ‘যৈবতী কইন্যা’

ইউটিউবে ‘যৈবতী কইন্যা’

[ad_1]

‘যৈবতী কইন্যা’ সাড়া জাগানো ধারাবাহিক নাটক। ২০১৩ সালে আর টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটকটি বেশ জনপ্রিয়তা পায় টিভি দর্শকদের কাছে। নাটকটির আবেদন এখনো বিদ্যমান। দর্শকরা নাটকটি দেখার জন্য এখনো আগ্রহবোধ করেন। দর্শকদের সে আগ্রহের কারণেই এবার নাটকটি প্রকাশ করা হলো ভিডিও প্লাটফর্ম ইউটিউবে। এখন থেকে নাটকটি দর্শকরা সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।

আকিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন লিটু করিম। একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী গ্রামীণ সমাজের পরিবর্তনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আল মনসুর, রহমত আলী, আহমেদ রুবেল, নওশীন, শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ, সাব্বির, ডা. এজাজ, ইলোরা গওহর, চুমকী প্রমুখ।

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments