[ad_1]
নায়ক অনন্ত জলিল। রুপালী পর্দার হিপহপ এ নায়ক এখন আর আগের মতো নেই। এখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটান তিনি। ধর্ম প্রচারে প্রায় সময় ব্যবসায়িক ব্যস্ততার ফাঁকে সময় দেন। নিজের জীবনকে কোরয়ান ও হাদিসের আলোকে গড়ার জন্য কোরয়ান ও হাদিস পড়ছেন।
সময় পেলেই রাজধানীসহ বিভিন্ন স্থানে তাবলীগ জামাতের সঙ্গে ধর্ম প্রচার করছেন। এবার দেশ ছাড়িয়ে, সুদূর লন্ডনে ধর্ম প্রচারে করতে ঢাকা ত্যাগ করেছেন এজে গ্রুপের এই কর্ণধার।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার ফ্লাইটে লন্ডন উড়াল দিয়েছেন অনন্ত জলিল। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন এই নায়কের ব্যক্তিগত সহকারি আরাবি।
তিনি বলেন, ইসলাম প্রচার ও তিন দিনের জন্য চিল্লায় যোগ দিতেই স্যার (অনন্ত জলিল) লন্ডন গেছেন। এরপর ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ শেষে ১০ তারিখ ঢাকা ফিরতে পারেন।
জানা গেছে, এ যাত্রায় অনন্ত জলিলের সঙ্গী হিসেবে রয়েছেন মাওলানা উসামা ও বিউটি এক্সপার্ট মনির হোসেন।
[ad_2]