[ad_1]
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিচারের রায় হবে। রায়ের আগে বা পরে দেশে বিশৃঙ্খলা চালানোর অপচেষ্টা করা হবে। সরকারি দলের নেতাকর্মী হিসেবে জনগণের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। জনগণকে সাথে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে প্রতিহত করতে হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে চলছে তখন একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, বেগম খালেদা জিয়ার আদালতে যাওয়া আসার ঘটনা, মির্জা ফখরুলের বক্তব্য, রিজভী আহমেদের বক্তব্য সবগুলো একই সূত্রে গাঁথা।
বাংলাদেশের আদালত স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত স্বাধীন বিধায় আওয়ামী লীগের নির্বাচিত এমপিরা কারাগারে আছেন। মন্ত্রীদের আদালতে গিয়ে হাজিরা দিতে হয়। এমনকি মন্ত্রীদের আদালতে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার হয়। ফাঁসি হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
[ad_2]