Monday, October 25, 2021
Homeখবরএক নাটকে ১০ চরিত্রে মোশাররফ

এক নাটকে ১০ চরিত্রে মোশাররফ

[ad_1]

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার এক বা দুটি নয়, এক নাটকে ১০ চরিত্রে অভিনয় করলেন। নাটকটিতে কখনো স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিকসহ নানা ধরনের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। তবে নাটকের প্রধান চরিত্র কবি জীবনানন্দ দাশের ছায়া অবলম্বনে পর্দায় তুলে এনেছেন পরিচালক। এই জীবনানন্দের সঙ্গে দেখা হবে বনলতা সেনের। এই চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

‘জীবন বাবুর চিঠি’ শিরোনামে এই নাটক পরিচালনা করেছেন জাহিদুর রহমান। পরিচালক বললেন, ‘প্রথম দিকে নাটকটিতে মোশাররফ করিমের চরিত্র ছিল ১৬টি। কিন্তু শুটিংয়ের আগে আমি আর নাটকটির রচয়িতা মাসুম শাহরিয়ার মিলে সেটা কমিয়ে ১০-এ নিয়ে এসেছি। এবং ভালোমতোই শুটিং শেষ করেছি।’ জানালেন, নাটকটির শুটিং হয়েছে উত্তরা ও পুবাইলের বেশ কিছু জায়গায়।

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘জীবনানন্দ দাশ বেশ কিছু চিঠি নিয়ে রওনা হয়েছেন। যে চিঠিগুলো তিনি এই সময়ের প্রেমিকদের কাছে পৌঁছে দেবেন। যে প্রেমিকদের সঙ্গে তাঁর দেখা হয়, সেই প্রেমিকদের চরিত্রেও দেখা যাবে মোশাররফ করিমকে। এই যাত্রা নিয়েই গল্প।’

এ প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, ‘চিত্রনাট্যটা পড়ে আগেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। বড় ব্যাপার হলো, চরিত্রটা ঠিকঠাক বুঝলে এবং চরিত্রের ভেতরে ঢুকতে পারলে খুব বেশি অসুবিধা হয় না। এই নাটকের বেলাতেও হয়নি।’

নাটকটি আসছে ঈদে আরটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments