Sunday, October 24, 2021
Homeখবরএখনো অনুশুচনা করেন রণবীর সিং

এখনো অনুশুচনা করেন রণবীর সিং

[ad_1]

দুই নায়ক এবং এক নায়িকার সিনেমা হলে নায়কদের মধ্যে কিছুটা হলেও দ্বন্দ্ব দেখা দেয়। ঠিক তেমনি রাজা রতন রাওয়াল সিং অর্থাৎ শহীদ কাপুর ও আলাউদ্দিন খিলজি রণবীর সিংয়ের মধ্যেও শীতল সম্পর্ক তৈরি হয়েছে। এমনিতেই কম বিতর্কের শিকার হননি ‘পদ্মাবত’ সিনেমার তারকারা। এরই মধ্যে একটি বিতর্কিত মন্তব্য করে শহীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন রণবীর।

একটি সাক্ষাৎকারে শহীদ কাপুর জানিয়েছিলেন, ‘পদ্মাবত’ সিনেমার সেটে নিজেকে বাইরের লোক মনে হতো। এছাড়া তিনি এও জানান, খিলজির ভূমিকায় সুযোগ পেলে নিজেকে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারতেন শহীদ। আর এসব কিছু রণবীরের কয়েক বছর আগের মন্তব্যের কারণেই বলেছেন অভিনেতা। সেই মন্তব্যের কারণেই অনুতপ্ত বোধ করছেন রণবীর সিং।

রণবীর বলেছিলেন, তিনি ‘কামিনে’ সিনেমায় শহীদ কাপুরের থেকে বেশি ভালো অভিনয় করতে পারতেন। এ কথা রণবীর ভুলতে বসলেও শহীদ কিন্তু মনে রেখেছিলেন। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সঞ্জয় লীলা বানসালির সিনেমাতে কে খিলজির চরিত্রটা করতে চাইবে না? রণবীর একবার বলেছিল, তিনি “কামিনে” সিনেমাতে আমার থেকে ভালো অভিনয় করতে পারতেন। আমার তো মনে হয় আমিও খিলজির চরিত্রটা অন্যভাবে ফুটিয়ে তুলতে পারতাম। সব অভিনেতাই নিজের অভিনয়ে নতুন কিছু করে থাকে।’

তবে এমন শীতল সম্পর্ক চান না রণবীর। তাই এক সাক্ষাৎকারে সেই মন্তব্য নিয়ে অনুশোচনা করলেন তিনি। বললেন, ‘প্রথম দিকে আমি খুব অহংকারী হয়ে উঠেছিলাম। এমন কিছু বলা আমার উচিত ছিল না। আমি সে কথা বলার জন্য এখনো অনুশোচনা করি। আমি অনুতপ্ত।’

এদিকে বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ‘পদ্মাবত’ দেশ-বিদেশ মিলিয়ে ৪০০ কোটির ব্যবসা করেছে। শহীদ ও রণবীর ছাড়াও সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। আর একটি বিশেষ চরিত্রে দেখা গেছে অদিতি রাও হায়দারিকে। সূত্র: দেশিমার্টিনী/আজাদ চৌধুরী

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments