[ad_1]
ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করায় স্ত্রীকে বেদম প্রহারের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই নারী।
স্থানীয় সময় বুধবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরের সোমাজিগুদা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীর মায়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানায়, বুধবার রাতে ঘুমানোর জন্য বিছানায় যেতে স্বামীকে জোরাজুরি করেন তার মেয়ে। এক পর্যায়ে সে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে তার স্বামী রেগে গিয়ে মারধর করে।
আহত ওই নারী বুক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন। তার তিন সন্তান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা আইএনএসকে জানান, ওই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। কোনো ধরনের মামলা ও স্বামীকে গ্রেপ্তারের আগে তাদের কাউন্সিলিংয়ের ওপর নজর দেওয়া হচ্ছে।
[ad_2]