কোচিং-এর জমানো টাকায় মসজিদে অযুখানা করে দিলেন ছাত্রলীগ নেতাচরসলিমাবাদ দক্ষিণ পাড়া জামে মসজিদে অযুখানা সমস্যা দীর্য দিনের। সমস্যা সমাধানে এগিয়ে আসেন ঢাবি শিক্ষার্থী সোলাইমান হোসেন।
নিজের কোচিং করানোর জমানো টাকা থেকে চৌহালীর চরসলিমাবাদ দক্ষিণ ফকির পাড়া জামে মসজিদে একটি খাটিয়া প্রদান করেন তিনি।
রমজানের প্রথম থেকে কাজ শুরু করা হয়। বর্তমানে সবাই সুন্দরভাবে বসে অযু করতে পারায় মুসুল্লিগন খুশি।
এ বিষয়ে ঢাবি শিক্ষার্থী সোলাইমান জানান,দীর্ঘ দিন থেকেই এই মসজিদে অযুখানা ছিলোনা। আমি আমার কোচিং রেডিয়াস একাডেমিক কেয়ারের জমানো টাকা দিয়ে অযুখানা তৈরি করতে পারায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ভালো কাজ করার সুযোগ সবার ভাগ্যে হয়না।সমাজের বিত্তবানদের এই কাজগুলো করা জন্য আহ্বান জানাই। এতে আমাদের সমাজ বদলে যাবে।
উপস্থিত মুসল্লিরা জানান এখন থেকে এই মসজিদে অযু করতে আর কষ্ট করা লাগবে না।
ইতোপূর্বে সোলাইমান এই মসজিদে লাশ বহন করার খাটিয়াও প্রদান করেছিলেন।