[ad_1]
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে আদালত যাওয়ার পথে পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় তিনটি মামলা করে পুলিশ।
পৃথক থানায় দায়ের করা এসব মামলায় ৩৬৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে মামলায়। এছাড়া অজ্ঞাতনামা আরো অনেককেই মামলার আসামি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, থানায় দায়ের করা তিনটি মামলায় ১৬০ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, শাহবাগ থানায় দায়ের করা দুইটি মামলায় ২০৮ জনকে আসামি করা হয়েছে।
[ad_2]