[ad_1]
মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো প্রায় ৩০০ ব্যক্তি আহত হন। এছাড়া আগ্নেয়গিরিরি আশপাশের কয়েকটি শহরের দুই সহস্রাধিক লোককে সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি থেকে প্রায় ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমের এই আগ্নেয়গিরি থেকে রবিবার অগ্ন্যুপাত শুরু হয় এবং পাথর, কালো ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে।
আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেছেন, একটি জাতীয় জরুরি কল সেন্টার চালু করা হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৯৭৪ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের বিস্ফোরণ।
কনরেডের প্রধান সের্হিও কাবানিয়াস স্থানীয় রেডিও স্টেশনকে জানিয়েছেন, লাভার একটি নদী এল রোদেওর দিকে দিক পরিবর্তন করে।
তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে এল রোদেও গ্রামটি লাভার নিচে চাপা পড়েছে আর লাভার কারণে আমরা লা লিবার্তাদ গ্রামেও পৌঁছতে পারছি না। সম্ভবত সেখানেও লোকজন মারা পড়েছে।
গুয়েতেমালা সরকার বলেছে, অগ্ন্যুপাতে দেশটির মোট ১৭ লাখ লোক আক্রান্ত হয়েছে। অগ্ন্যুপাতে নিহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি
[ad_2]