সিরাজগঞ্জের চৌহালীতে ৩৯ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সাপ্তাহ-২০১৮ উৎযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার দ্বিতীয় দিনে নেই মেলার কোন কার্যক্রম । উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এ মেলায় বুধবার সকাল পৌনে ১১টার দিকে গিয়ে কোন স্টলেই কাউকে পাওয়া যায় নি ।
স্টল গুলোর সামনে অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও টেবিল সাজানো থাকলেও নেই আয়োজক প্রতিষ্ঠানের কেউ এবং নেই কোন দর্শনার্থীও ।
মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের স্টলের সামনে এবং ভেতরে সকাল পৌনে ১১টার দিকে কয়েকটি গবাদী পশুকে (ভেড়া) শুয়ে থাকতে দেখা যায়।
এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান দুই দিন (১৩ ও ১৪ মার্চ, মঙ্গল ও বুধবার) ব্যাপি এ মেলার উদ্ভোধন করেন ।
মেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে কি-না জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এনয়েতপুর থেকে নৌকা যোগে আসতে হয় বলে তাদের কার্যক্রম গত কালই শেষ হয়েছে। এপারে শিক্ষক সমিতির আন্দোলন থাকার কারনে হয়তো কেউ আসতে পারেনি ।