সিরাজগঞ্জের চৌহালীতে গ্রাম পুলিশদের মাঝে সরকারের বরাদ্দকৃত নিত্য প্রয়োজনীয় বিভিন্য উপকরন বিতরন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) আনিসুর রহমান চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নের ৬৭ জন গ্রাম পুলিশদের মধ্যে পোষাক, ছাতা, বাশিঁ, লাঠি, ক্যাপ, টর্সলাইট ও রেইনকোর্ট সহ বিভিন্য সারঞ্জামাদী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় নেত্রীবৃন্দ, সাংবাদিক এবং গ্রামপুলিশ সদস্যগণ
চৌহালীতে গ্রাম পুলিশদের মাঝে বিভিন্য সারঞ্জামাদী বিতরণ
মাজেদুল ইসলাম