সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনীতিকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাইনউদ্দিন খান চিনু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম ।
চৌহালী উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু নজীর মিয়া, সাধারন সম্পাদক ফারুক সরকার, সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, সহ সভাপতি হাবীবুর রহমান হাবীব, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম মোল্লা, সাধারন সম্পাদক আরিফ সরকার প্রমুখ।
কর্মীসভায় জেলা যুবলীগের সভাপতি মাইনউদ্দিন খান চিনু এবং সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম দ্রুতই উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন করে সম্মেলন আহব্বান করবেন বলে ঘোষনা করেন।