[ad_1]
জাপানে আর্থিক সুবিধা বঞ্চিত বয়স্ক লোকজনের জন্য নির্মিত একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। ওই ভবনটিতে ১৬ জন বাসিন্দা ছিল। দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। উত্তরাঞ্চলীয় সাপ্পোরো শহরে অবস্থিত তিনতলা বিশিষ্ট ওই ভবনটির অধিকাংশ বাসিন্দাই বয়স্ক। খবর বিবিসি।
দেশের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকের টিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
এনএইচকে জানিয়েছে, একটি সাহায্য সংস্থা আর্থিকভাবে অস্বচ্ছল লোকজনকে সেখানে থাকার সুযোগ করে দিয়েছে এবং তারা লোকজনকে কর্মসংস্থানের জন্য সহায়তা করে থাকে।
কর্তৃপক্ষ ওই দুর্ঘটনার কারণ তদন্ত করছে। এর আগে ২০১০ সালে সাপ্পোরোতে বৃদ্ধদের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়।
[ad_2]