[ad_1]
দীর্ঘ দুই বছরের প্রাণবন্ত ভালোবাসার সম্পর্কের ইতি টেনেছেন বিখ্যাত পপ গায়ক ও গীতিকার জেইন মালিক এবং মডেল জিজি হাদিদ।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জেইন তাদের সম্পর্কচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। অথচ মাত্র এক মাস আগেই জেইন মালিক নিজের বুকের বামপাশে জিজি হাদিদের চোখের একটি ট্যাটু আঁকিয়েছিলেন।
টুইট বার্তায় জেইন লিখেন, ‘জিজি এবং আমার সম্পর্কটি খুব চমৎকার, অর্থবহ, ভালোবাসাপূর্ণ এবং আনন্দময় ছিল। একজন নারী ও বন্ধু হিসেবে জিজির প্রতি আমার অনেক বেশি শ্রদ্ধা ও ভালোবাসা আছে। তার মনটা খুব ভালো।’
ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, ‘সকল ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। এমন কঠিন সিদ্ধান্ত ও কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হবার জন্য। সবার জন্য ভালোবাসা।’
জেইন মালিকের টুইটপোস্টের মিনিট দশেক পরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার ব্যাপারে মুখ খোলেন জিজি হাদিদও। তিনি বলেন, ‘আমি অন্য কিছু চাই না, শুধু তার ভালো চাই এবং আমরা ভালো বন্ধু হয়ে একে অপরকে সবসময় সমর্থন করে যাব।’
ধারণা করা হয়, ২০১৬ সালের শুরুর দিকে ‘পিলোটক’ নামক মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় থেকেই জেইন ও জিজির মধ্যে ভালোবাসার সম্পর্কের শুরু। অবশ্য ওই বছর মেট গালার রেড কার্পেটে পা রাখার আগে দুজনের কেউ এ বিষয়ে মুখ খোলেননি।
[ad_2]