[ad_1]
কিংবদন্তি কুংফু তারকা ও অভিনেতা জ্যাকি চ্যান বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন ‘কুংফু যোগা’ সিনেমায়। এরপর থেকেই বলিউড তারকাদের সঙ্গে তার সখ্যতা। তবে সবচেয়ে বেশি বন্ধুত্ব হয় সনু সুদ ও দিশা পাটানির সঙ্গেই। আর তাই তো জ্যাকি চ্যানের ৬৪তম জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন দিশা।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিশা পাটানি জানান, জ্যাকি চ্যানের মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল তার জন্য।
আজ শনিবার টুইটারে এই প্রসঙ্গে দিশা লিখেছেন, ‘জীবিত কিংবদন্তি অভিনেতাকে জন্মদিনের অভিনন্দন। আমি আনন্দিত ও সৌভাগ্যবতী যে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার দেখা অন্যতম সুন্দর ও সদয় মনের মানুষ আপনি। আমি আশা করব আপনি আরও ১০০ বছর বাঁচুন। আপনাকে ধন্যবাদ কারণ আমাদের প্রেরণা আপনি। ভালোবাসি জ্যাকি চ্যান।’
দিশা ও জ্যাকি অভিনীত ইন্ডিয়া-চায়নার যৌথ প্রযোজনার সিনেমা ‘কুংফু যোগা’ পরিচালনা করেছিলেন স্ট্যানলি টং। চিনের প্রেসিডেন্ড শি জিংপিং ভারতে আসার পর দুই দেশের মধ্যে তিনটি সিনেমার একটি চুক্তি করেন। ‘কুংফু যোগা’ ছিল তার মধ্যে একটি। এতে ভারত ও চিন দু’দেশের অভিনেতারা কাজ করেছিলেন। ভারত থেকে দিশা ছাড়া আরও অভিনয় করেছিলেন সনু সুদ ও আমায়রা দস্তুর। সূত্র: বিজনেস ষ্ট্যাণ্ডার্ড
[ad_2]