Thursday, October 14, 2021
Homeখবর‘ডাকনাম’ ব্যান্ডের ‘নদী ও শহর’

‘ডাকনাম’ ব্যান্ডের ‘নদী ও শহর’

[ad_1]

বর্তমান তরুণ প্রজন্মের কাছে এক উদ্দীপনার নাম হলো ব্যান্ড সংগীত। এ উদ্দীপনার খোঁড়াক যোগাতে ব্যান্ড জগতে যুক্ত হয়েছে ব্যান্ড সংগীতদল ‘ডাকনাম’। প্রতিষ্ঠার দীর্ঘ আট বছর পর দলটি নিজেদের প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে।

তাদের ‘নদী ও শহর’ শিরোনামের অ্যালবামটিতে থাকছে মোট ৯টি গান, যেখানে প্রথম গান নদী এবং শেষ গান শহর। বাকি গানগুলো নদী ও শহরের মাঝখানের কিছু কথা। নাগরিক প্রেম, ভালবাসা, আনন্দ, লেনদেন, গ্রামের পথে হেঁটে যাওয়া, কিশোরীর হাসিমাখা মুখ এসবই ধরা পড়বে গানের কথায় এবং সুরে।

দলটির বেজ গিটারিস্ট আজাদ তাদের প্রথম অ্যালবাম নিয়ে খুবই আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা হচ্ছে প্রোফেশনালি কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ আমাদের গানগুলো শুনুক। আমাদের বিশ্বাস মানুষ আমাদের গানগুলো উপভোগ করবে।’

ব্যান্ড প্রতিষ্ঠার দীর্ঘ আট বছর পরে হচ্ছে তাদের অ্যালবাম। মধ্যবর্তী সময়ে তারা কী করেছেন, জানতে চাইলে আজাদ বলেন, ‘আমাদের অ্যালবামের কাজ শুরু করেছি ২০১৩ সাল থেকে। এর মধ্যে আমরা অনেক স্টেজ পারফর্ম করেছি।’

দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন মুশফিক, দ্বীপ, ভোকাল তন্ময়, অনল। রক, মেলডি রক, কখনো হার্ড রক- লিরিক্সের ওপর ভিত্তি করে গান করেন তারা। ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্ট ছাড়াও তবলা ও বাঁশির ব্যবহার দেখা যায় তাদের গানে।

নিজেদের গান সম্পর্কে আজাদ বলেন, ‘আমাদের লিরিকগুলো বরাবরই বিষয়ভিত্তিক। আমাদের অ্যালবামে শহরকেন্দ্রিক যে গানগুলো করছি, সেখানে শহরকেন্দ্রিক বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আবার আমাদের অ্যালবামের নাম নদী ও শহর। শহরে যারা থাকে, তারা নদীকে অনেক মিস করে। সেটা অনুভব করেছি আমরা।’

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments