[ad_1]
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে দুজন নিহত হয়েছেন। এসময় আরো ১১৪ জন আহত হন। ৬.৪ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে দেশটির পূর্ব উপকূলীয় হুয়ালিন শহরের একটি হোটেল ও তিনটি ভবন ধসে পড়ে। তাইওয়ানের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপের তথ্য অনুযায়ী, পূর্ব উপকূলের ২০ কিলোমিটার দূরে মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় সাংবাদিকরা জানান, মার্শাল নামক হোটেলের ভেতরে তিনজন আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এছাড়া একটি মিলিটারি হাসপাতালসহ চারটি ভবন হেলে পড়েছে। তাইওয়ান সরকার জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
দুই বছর আগে ঠিক একই তারিখে (৬ ফেব্রুয়ারি, ২০১৬) তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় ১১৬ জনের প্রাণহানি ঘটে।
[ad_2]