থাইল্যান্ডে মোটরসাইকেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ ইয়ালা প্রদেশের একটি বিপণিবিতানের সামনে এ ঘটনা ঘটে বলে ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ডের (আইএসওসি) এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। সরকারি নিরাপত্তা সংস্থা আইএসওসি-ই ওই রাজ্যে দায়িত্ব পালন করে।
আইএসওসির মুখপাত্র প্রামোত প্রম ইন বলেন, ‘দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে বোমা স্থাপন করে এবং সেটি ওই বিপণিবিতানের পার্কিং এলাকায় রেখে যায়। পরে বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।’ অবশ্য এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
থাইল্যান্ডের দক্ষিণের নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালা নামের তিনটি প্রদেশই মুসলিম অধ্যুষিত। ২০০৪ সাল থেকে এ অঞ্চলের অধিবাসী মালয় মুসলিমরা স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছেন। এই আন্দোলনে এখন পর্যন্ত ছয় হাজার মানুষ নিহত হয়েছেন।