[ad_1]
বলিউডে আগে থেকেই শক্ত অবস্থানে ছিলেন নায়ক রণবীর সিং। তবে ‘পদ্মাবত’-এর পর রণবীর সিং এক লাফে হয়ে গেলেন বলিউডের ‘বেতাজ বাদশা’। মাত্র বত্রিশেই ভেঙে দিলেন সবার সব রেকর্ড। অবাক লাগছে শুনে? ভাবছেন শাহরুখ, সালমান, আমির, অক্ষয়রা থাকতে রণবীর সিং কীভাবে রেকর্ড ভাঙলেন?
এক প্রতিবেদনে প্রকাশ, রণবীরের বয়স বর্তমানে ৩২ বছর। আর এই বয়সেই তার সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। অর্থাৎ, শাহরুখ, সালমান কিংবা আমির কিংবা অক্ষয়ের একাধিক সিনেমা ২০০ কোটির ক্লাবে থাকলেও, তারা কেউই এত কম বয়সে ওই নির্দিষ্ট অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পারেননি শাহিদও। আর সেই কারণেই বলিউডের খানদের পিছনে ফেলে ‘পদ্মাবত’ দিয়ে এক নতুন রেকর্ড তৈরি করে ফেলেছেন রণবীর সিং।
এদিকে ‘পদ্মাবত’ মুক্তির আগে থেকে সিনেমা নিয়ে একাধিক বিতর্ক হলেও, রণবীর সিং, দীপিকা পাডুকন এবং শাহিদ কাপুরের সিনেমা মুক্তির পর চড়চড়িয়ে এগোতে শুরু করে। ফলে মুক্তির পর প্রথমে ৪ রাজ্যে বন্ধ থাকা সত্ত্বেও কয়েক দিনের মধ্যেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে যায় সঞ্জয় লীলা বনশালির সিনেমা। আর তাতেই রেকর্ড তৈরি করে ফেলেন রণবীর সিং।
[ad_2]