দেশব্যাপি নৌযান শ্রমিক ধর্মঘটে কায্যত অচল হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দর। ১১দফা দাবী আদায়ের লক্ষে বুধবার সকাল থেকে দেশব্যাপি কর্মবিরতী শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্তভূক্ত সকল নৌযান শ্রমিকরা। কর্মবিরতীর পক্ষে সমর্থন দিয়ে পশুর নদী আর মোংলা নদীতে অবস্থান নিয়েছে কয়েকশ লাইটার জাহাজ। এর ফলে বন্দরের বহিঃনোঙ্গরে অবস্থানরত সার,ক্লিংকার,প্লাইএ্যাশ বহন করে খালাসের অপেক্ষায় থাকা ১৪টি বানিজ্যিক জাহাজের পন্য খালাস কাজ বন্ধ হয়ে পড়েছে। মোংলা কতৃপক্ষের চেয়ারম্যান কমান্ডার এম ফারুক হাসান জানান,লাইটার শুন্যতায় বহিনোঙ্গরে অবস্থান করা জাহাজ গুলো থেতে পন্য খালাস বন্ধ হয়ে পড়েছে।তবে জেঠিতে কন্টেইনার পন্য সড়ক পথে খালাস করা হচ্ছে।
অন্যদিকে নৌযান শ্রমিকদের সংঘঠন বাংলাদেশ লাইটার শ্রমিক এসোসিয়েশনের মোংলা শাখার সহ সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান,এর আগে শ্রমিকরা তাদের ১১ দফা ন্যায্য দাবির স্বপক্ষে কর্মবিরতী পালন করেছিলো। তখন সরকার আর মালিক পক্ষের সাথে শ্রমিদের একটি বেঠক হয়। সেখানে ৪৫ কায্য দিবসে মধ্যে সমঝোতার ভিত্তিতে সমাধানের সিদ্ধান্ত হয়। কিন্তু মালিক পক্ষ শ্রমিদের দাবী না মেনে বার বার সময় ক্ষেপন করছে তাই বাদ্য হয়ে শ্রমিকরা বুধবার থেকে দেশব্যাপি কর্মবিরতী শুরু করেছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবীরতি চলমান থাকবে এমনটাই বলছেন শ্রমিকরা।
নৌযান শ্রমিক ধর্মঘটে মোংলা বন্দরে বহিনোঙ্গরে পন্য উঠানামা বন্ধ
জসিম উদ্দিন.বাগেরহাট.