পিরোজপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে জামায়াতের মোটরসাইকেল মহড়া
পিরোজপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে পিরোজপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১২ নভেম্বর) রাত ১১ টায় এ মহড়া দেয় দলটি।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হকের নেতৃত্বে অর্ধ শতাধিক মোটরসাইকেল নিয়ে পিরোজপুর সদর উপজেলায় এ মহড়া দেয় দলটির নেতাকর্মীরা। এসময় ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ ‘আওয়ামীলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’ ‘একশন একশন ডাইরেক একশন’ সহ নানা স্লোগান দেন তারা। এরপর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছে একটি পথসভায় মিলিত হন তারা।
সভায় জহিরুল হক বলেন, “আওয়ামী সরকারের ১৭ বছরের জুলুম নির্যাতন গুম খুনের প্রতিবাদের বহিঃপ্রকাশ হয়েছিল ৩৬ এর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। বাঙালি জাতি একত্রিত হয়ে খুনী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আওয়ামী সন্ত্রাসীরা এখন দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাঁয়তারা করছে। বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ তাদের গর্তে বসে দেওয়া কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। আমরা তাদের লকডাউনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজপথে থাকব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা টিম সদস্য গোলাম মোস্তফা মুসা, পৌর আমির ইসাহাক আলী খান, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান আবদুল হালীম, পৌর অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর যুব বিভাগীয় সভাপতি নকীব নাসরুল্লাহ, সদর উপজেলার শ্রমিক বিভাগের সভাপতি আল আমীন ফকির, জেলা ছাত্র শিবিরে অর্থ সম্পাদক আরিফিন আব্দুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামী লীগ ১৩ নভেম্বর বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি ডেকেছে অনলাইনে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে।
What's Your Reaction?

