Monday, October 25, 2021
Homeরাজনীতিপুলিশের ওপর হামলার মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতা

পুলিশের ওপর হামলার মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতা

[ad_1]

হাইকোর্ট এলাকায় গত মঙ্গলবার পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশের দক্ষিণাঞ্চলে ৩৫টি সেতু উন্নয়ন ও নির্মাণ সংক্রান্ত জাইকার সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা (বিএনপি নেতারা) জঙ্গি স্টাইলে পুলিশের ওপর হামলা করেছে। এই হামলার মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। এই পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এই ধরনের হামলা আরও বেড়ে যেতে পারে। এজন্য দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা কোনো অনুপ্রবেশকারীদের হামলা নয়, এটা তাদের নির্দেশনা অনুসারেই হয়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments