[ad_1]
২২ বছর বয়সী মডেল চেলসি গুয়েরা। তিনি প্রতিটি ন্যুড ফটোশ্যুটের জন্য নেন ৩০০ ডলার। পেনসিলভেনিয়ার পিটসবার্গে নগ্ন অবস্থায় ফটোশ্যুট করতে গেলে তাকে গ্রেফতার করেছেন পুলিশ। একই সঙ্গে তার ৬৪ বছর বয়সী ফটোগ্রাফার মাইকেল ওয়ারনককেও গ্রেফতার করা হয়। একটি শপিং মলে ন্যুড ফটোশ্যুট করতে যাচ্ছিলেন তারা। গ্রেফতার করার পাশাপাশি ওই মডেলকে ৩০০ ডলার জরিমানাও করা হয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে। যদিও পরে অন্যান্য অভিযোগ তুলে নিয়েছে পুলিশ।
জানা গেছে, প্রত্যেকটা ন্যুড ফটোশ্যুটের জন্য ৩০০ ডলার নেন ওই মডেল। পুলিশ তাকে প্রশ্ন করলে তিনি বলেন, শিল্পের খাতিরেই এই কাজ করে থাকেন তিনি।
চেলসি গুয়েরা বলেন, ‘আমার ন্যুড মডেলিং একটা সৎ কাজ। আমার কলেজের খরচ চালানোর জন্য ওই টাকা ব্যবহার করি।
[ad_2]