[ad_1]
সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৮ সালে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করবেন।
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আর এই ২১ জন হলেন- ভাষা আন্দোলনে মরহুম আ. জা. ম. তকীয়ুল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শিল্পকলায় (সংগীত) শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো: খুরশীদ আলম, মতিউল হক খান, শিল্পকলা (নৃত্য) মীনু হক (মীনু বিল্লাহ), শিল্পকলা (অভিনয়) হুমায়ুন ফরীদি (মরণোত্তর), শিল্পকলা (নাটক) নিখিল সেন, শিল্পকলা (চারুকলা) কালিদাস কর্মকার, শিল্পকলা (আলোকচিত্র) গোলাম মুস্তাফা।
এ ছাড়া সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক (মরণোত্তর), অর্থনীতিতে ড. মঈনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও খালেকদাদ চৌধুরী।
[ad_2]