[ad_1]
কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশের পতাকাবাহী বিমানের দুর্ঘটনায় পতিত হওয়ার কারণ জানতে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে নেপাল। নেপালের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রীদের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।
কাঠমান্ডু ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে, এই কমিশনের নেতৃত্ব দেবেন একজন সাবেক সচিব।
তদন্ত কমিশনে থাকছেন ছয় জন। সাবেক সচিব যজ্ঞ প্রসাদ গৌতমের নেতৃত্বে এই কমিশন কাজ করবে। সোমবার প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপস্থিতি হওয়া বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত মঙ্গলবার সকাল থেকে কার্যকর হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল ডা. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধব প্রসাদ সুবেদীকে তদন্ত কমিশনের সদস্য করা হয়েছে। আর যুগ্মসচিব বুদ্ধি সাগর লামিছানে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু পণ্ডিত জানিয়েছেন, মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিশনকে সর্বোচ্চ দ্রুততায় তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
[ad_2]