[ad_1]
বিবাহিত নায়িকাদের তালিকায় নাম লেখালেন ভারতীয় অভিনেত্রী শ্রিয়া সরণ। অনেকদিন ধরেই তার বিয়ের কথা শোনা যাচ্ছিলো। অবশেষে রাশিয়ান প্রেমিক স্পোর্টসম্যান এবং ব্যবসায়ী আন্দ্রেই কোসচেভের সঙ্গে তার মালাবদল সম্পন্ন হলো। ১২ মার্চ মুম্বাইয়ে অভিনেত্রীর নিজে ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২০১৫ সালে অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ নায়িকা। তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘শিবাজি দ্য বস’ সিনেমায়। এই অভিনেত্রী মাস খানেক আগে জানিয়েছিলেন, মার্চ মাসেই বিয়ে করছেন। গত ১২ মার্চ হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হলেও বিয়ের কথা গণমাধ্যমে এতদিন গোপন রাখেন নায়িকা।
বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে চেয়েছেন শ্রিয়া। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শ্রিয়া বলেন, ‘আমার জীবনে প্রচুর মজার গল্প রয়েছে। তবে আমি একজন পেশাদার অভিনেতা, আমার কাজ দিয়েই আমাকে যখন চেনা হয় তাহলে আমার পেশাগত জীবন নিয়েই কথা হোক। আমার ব্যক্তিগত জীবন আমি প্রচার করি না।’
মিড-ডে সূত্রে জানা গেছে, শ্রিয়ার স্বামী রাশিয়ার একজন জাতীয়স্তরের টেনিস খেলোয়াড় ও উদ্যোক্তা। রাশিয়ার রাজধানী মস্কোতে তার একটি চেইন রেস্তোরাঁও আছে। তাদের বিয়ের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। তারকাদের মাঝে শুধু ছিলেন মনোজ বাজপেয়ি এবং তার স্ত্রী শাবানা, যারা শ্রিয়ার প্রতিবেশিও বটে। বিয়ের সময় শ্রিয়া পরেছিলেন একটি গোলাপি রঙের পোশাক। যদিও এর আগে শোনা গিয়েছিলো, উদয়পুড়ে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করবেন এই নায়িকা। সূত্র: এনডিটিভি
[ad_2]