Monday, October 25, 2021
Homeখবরভালবাসা দিবস উপলক্ষ্যে কোহলিকে যা দিলেন তার শ্বশুর

ভালবাসা দিবস উপলক্ষ্যে কোহলিকে যা দিলেন তার শ্বশুর

[ad_1]

সম্প্রতি বিয়ে করেছেন হালের আলোচিত জুটি বিরাট কোহলি আনুষ্কা। দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসেন দু’জন। এখন পর্যন্ত সুখেই আছেন এ দম্পতি।

চলছে ভালবাসার সপ্তাহ। কিছুদিন পরই বিশ্ব ভালবাসা দিবস। আর ভালবাসার সপ্তাহে বিরুষ্কা শিরোনামে থাকবেন না, তা হয় নাকি? নিজেরা নিজেদের কেরিয়ারে নিয়ে ব্যস্ত! তবু তাঁরা জড়িয়ে গেলেন ভ্যালেন্টাইনের আবহে। রূপকথার বিয়ে শেষ হলেও তাঁদের ঘিরে প্রেমের আলোকবৃত্ত এখনও স্বমহিমায় জ্বলজ্বলে।

জানা গিয়েছে, বিরুষ্কা জুটিকে এবার ভ্যালেন্টাইন্সে ডে’র উপহার হিসেবে দেওয়া হল কবিতার বই— একগুচ্ছ ভালবাসার কবিতা। গত সপ্তাহের শনিবারে বান্দ্রার এক বুকস্টোর্সে কবি তেজস্বিনী দিব্যা নায়েকের বই প্রকাশনী অনুষ্ঠানে হাজির ছিলেন অনুষ্কা শর্মার বাবা কর্নেল অজয় কুমার শর্মা এবং মা অসীমা।

তেজস্বিনীর পিতা কর্নেল অনুরাগ নায়েকের ঘনিষ্ঠ বন্ধু বিরাটের শ্বশুর। সেই অনুষ্ঠানেই তেজস্বিনী অনুষ্কার পিতা-মাতার মাধ্যমে বিরুষ্কাকে একটি বই উপহার দিয়েছেন। সেই বই-ই অনুষ্কার পিতা উপহার দিয়েছেন জামাই বিরাটকে। বই প্রকাশনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত গীতিকার মনোজ মুন্তাসিরও।

ঘটনাচক্রে, বিরাট-অনুষ্কা দু’জনেই কবিতার ভক্ত। গত ডিসেম্বরে নিজেদের বিয়েতে কবিতার বই উপহারও পেয়েছিলেন। তার পর ভ্যালেন্টাইন সপ্তাহে শ্বশুড়ের কাছ থেকে ফের ভালবাসার কবিতাই উপহার পেলেন।

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments