Sunday, October 17, 2021
Homeআন্তর্জাতিকমালদ্বীপের সংসদ দখল নিয়েছে সেনাবাহিনী

মালদ্বীপের সংসদ দখল নিয়েছে সেনাবাহিনী

[ad_1]

মালদ্বীপের সংসদ ভবন সিলগালা করে নিজেদের দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির বিরোধীদলীয় দুই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কারাবন্দী রাজনীতিবিদদের মুক্তি দিতে প্রেসিডেন্ট অস্বীকৃতি জানানো ইস্যুতে দেশটির সেনাবাহিনী সংসদ দখল করে নিয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে কারাবন্দি দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক প্রতিরক্ষামন্ত্রী, একজন বিচারক ও সাবেক চিফ প্রসিকিউটরকে মুক্তি দিতে সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার আদেশ দেন।

সুপ্রিম কোর্টের এ আদেশ না মানায় বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে অপসারণের চেষ্টা শুরু হয়েছে বলে রবিবার মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল জানান।

সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এনে রবিবার তার পদত্যাগের দাবিতে সংসদ সচিবালয়ে পিটিশন দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এরপরই রাজধানী মালেতে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবন সিলগালা করে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি দুই সংসদ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments