প্রতিনিধি,
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে মোংলা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সরকারী নির্দেশনা না মানায় ৬ দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
বুধবার (৩ আগষ্ট) দুপুরে পৌর বাজারের বিভিন্ন দোকানে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট কমলেশ মজুমদার।
মুদি দোকান,কাঁচা বাজার, ফল ও ঔষদের দেকান গুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শণ না করায় ছয় দোকানিকে ১৫ হাজার টাকা নগদ অর্থদন্ড করা হয়।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বাজার নিয়ন্ত্রনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অভ্যাহত থাকবে।
জসিম উদ্দিন-০৩-০৮-২২