Friday, October 15, 2021
Homeআন্তর্জাতিকমেয়ের চিকিৎসার জন্য বুকের দুধ বিক্রি করলেন মা!

মেয়ের চিকিৎসার জন্য বুকের দুধ বিক্রি করলেন মা!

[ad_1]

একজন মায়ের কাছে অমূল্য সম্পদ তার নিজের সন্তান। সেই প্রিয় সন্তান যখন অসুস্থ হয়, তখন মা দিশেহারা হয়ে পড়েন। সম্প্রতি অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত নিজের বুকের দুধ বিক্রি করেছেন এক মা। বিরল এমন ঘটনা ঘটেছে চীনে। খবর বিবিসি।

বয়সে তরুণ এই মা রাস্তায় দাঁড়ি নিজের বুকের দুধ বিক্রি করছেন এমন ভিডিওতে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। মিয়াওপাই ভিডিও ওয়েবসাইটে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় ওই নারী ও তার স্বামী ব্যাখ্যা করছেন যে তাদের প্রায় এক লাখ ইউয়ান দরকার যা প্রায় ১১ হাজার পাউন্ডের কিছুটা বেশি। আর এটা দরকার তাদের সন্তানের জন্য যে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছে।

তাদের এ ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ২৪ লাখ বার। যাতে কমেন্ট এসেছে অন্তত ৫ হাজারটি। ভিডিওটি ধারণ করা হয়েছে শেনজেন চিলড্রেনস পার্কে যাতে ওই মা বলছেন তিনি তার বুকের দুধ বিক্রি করছেন দ্রুত অর্থ আয়ের জন্য, কারণ তার জমজ বাচ্চার একটি হাসপাতালে আছে।

তার স্বামী বলেন হাসপাতালে এখনই অনেক বাকী পড়ে গেছে এবং চিকিৎসক বলেছেন বাচ্চা সুস্থ হলেই তাদের অন্তত এক লাখ ইউয়ান বিল দিতে হবে।

তবে ভিডিওটি পোস্ট হবার পর যেসব কমেন্ট এসেছে তার বেশিরভাগই এসেছে সহানুভূতিমূলক। অনেকেই এমন মন্তব্য করেছেন, “দুধ বিক্রি, মেয়েকে বাঁচাও”। অনেকেই বলছেন রাস্তায় পেলে অবশ্যই তারা তার পাশে দাঁড়াবেন। তবে অনেকে আবার সমালোচনাও করেছেন। তারা বলেছেন সাহায্য পেতে এটি একটি অশ্লীল পথ। সূত্র: বিবিসি

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments