[ad_1]
জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল হামিদকে সমর্থন দিয়েছে । সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, আমরা প্রস্তাব করেছি, সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি আরও বলেন, এ ছাড়া সভায় আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ, এপ্রিলে লং মার্চ, রোড মার্চ, লঞ্চ মার্চ এবং রেল মার্চ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুর রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে সিইসিকে এম নুরুল হুদার কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
[ad_2]