[ad_1]
এক কোণায় মাহি ও সাইমনের রোমান্টিক লুকের ছবি। তার পাশেই মাথায় সাদা শুভ্র ওড়না পরিহিত মাহি। একটু নিচে আলীরাজ, সাইমন ও মিশা সওদাগর— প্রত্যকের চোখে-মুখে কিসের যেন আশংকা, আকুতি। মাঝখানে ব্রিজ থেকে সাইমনের লাফিয়ে পড়া, উপর থেকে পুলিশের গুলি। আর পুরো পোস্টার জুড়ে বোমা বিস্ফোরণের চিহ্ন।
এমনভাবেই তৈরি করা হয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’র দ্বিতীয় পোস্টার। এক পোস্টারে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
পরিচালক মানিক পরিবর্তন ডটকমকে বলেন, ‘সকল প্রশ্নের উত্তর আসলে সিনেমাটি মুক্তির আগে দেওয়া সম্ভব নয়। মুক্তির পর দর্শকরা এমনিতে সব কিছু জেনে যাবে।’
‘জান্নাত’ রোববার সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে। মানিক জানালেন ছাড়পত্র পাওয়ার মুক্তির তারিখ নির্ধারণ করবেন।
সিনেমাটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান। পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।
[ad_2]