[ad_1]
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীদের হাতে মৃত্যুবরণ করেছিলেন কালজয়ী বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লা কায়সার। তারই কন্যা অভিনেত্রী শমী কায়সার। মুক্তিযুদ্ধের সময় এই অভিনেত্রীর বয়স ছিল মাত্র দুই বছর। একজন শহীদ বুদ্ধিজীবীর কন্যা হিসেবে তিনি পারিবারিক সূত্রেই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গৌরবকে মনে প্রাণে ধারণ করে থাকেন।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষে শিশুদের সঙ্গে নিয়ে আজ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করবেন শমী কায়সার। গল্পের মাধ্যেমে তিনি বঙ্গবন্ধুর শিশু বান্ধব রূপ তুলে ধরবেন এ প্রজন্মের শিশুদের কাছে। আজ বিকেল পাঁচটা এবং রাত নয়টা পর্যন্ত দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই তিনি বাংলাদেশের প্রতি বঙ্গবন্ধুর অবদানের কথা আলোচনা করবেন।
দুরন্ত টেলিভিশনের ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে অভিনেত্রী শমী কায়সারের কাছে বঙ্গবন্ধুর শৈশবের গল্প শুনবে জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী, সিরাতিম মুস্তাকিম দিহান।
[ad_2]