Tuesday, October 19, 2021
Homeখবরসম্মানিত নারী খেতাবে ভূষিত ঐশ্বরিয়া রাই

সম্মানিত নারী খেতাবে ভূষিত ঐশ্বরিয়া রাই

[ad_1]

সাবেক বিশ্ব সুন্দরী তো বটেই, তার ওপর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐশ্বরিয়া রাইয়ের সচেষ্ট অংশগ্রহণ নিয়ে বলিপাড়ায় রয়েছে বেশ সুনাম। এত এত গুণের অধিকারী হওয়ার কারণে সম্প্রতি তাকে সম্মানিত নারী হিসেবে পুরস্কৃত করা হয়।

টাইম নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৭ এপ্রিল ভারতের বান্ট সংঘের আয়োজনে পুনের এক অনুষ্ঠানে ‘ওমেন অব সাবস্টেন্স’ পুরস্কারে ভূষিত করা হয় ঐশ্বরিয়া রাইকে। ৪৪ বছর বয়সে এসেও নানা কর্মকাণ্ডের মাধ্যমে মাধুর্য ছড়াচ্ছেন তিনি। তার এই ছড়ানো মাধুর্যের গুণে অনেকেই আবার তাকে ভারতীয় চলচ্চিত্র জগতের রানি বলেও ডাকেন। বলিউড জগতে ঐশ্বরিয়া রাইয়ের ক্যারিয়ার প্রায় দুই দশক।

অনুষ্ঠানে ভারতের ঐতিহ্যবাহী পোশাক লেহেঙ্গা পরে সেদিনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন ঐশ্বরিয়া রাই। গোলাপি রঙের কাপড়ের ওপর ছিল সোনালি রঙের প্রিন্টের নকশা। লেহেঙ্গার ধূসর রঙের ওড়নার ওপরও ছিল একই রকম নকশা। সেই সঙ্গে বলিউড তারকার সাজেও ছিল ভারতীয় ঐতিহ্যের ছাপ। হাতে ছিল সোনালি বালা, আর চুলের সিঁথিটা ছিল মাঝ বরাবর।

[ad_2]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments