[ad_1]
রাইমা সেন। অভিনয়ের দক্ষতার জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন। ঋতুপর্ণ ঘোষ, প্রদীপ সরকার, কৌশিক গাঙ্গুলি, অরিরুদ্ধ রায় চৌধুরীর মতো পরিচালকের ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা। বাংলা ও হিন্দি ভাষার সিনেমাতে পাল্লা দিয়ে কাজ করেছেন। ‘চোখের বালি’, ‘পরিনীতা’, ‘অন্তর মহল’ এর মতো কালজয়ী ছবি ভরেছেন নিজের ঝুলিতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড ছবি ‘ভদকা ডায়রিজ’। এর মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন রাইমা। এখন শ্যুটিং করছেন ‘সিতারা’ ছবিতে।
বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবুর স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। নিজের ফার্স্ট লুকও প্রকাশ করেছেন টুইটারে।
সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘আমি শুধু সিনেমা করার জন্য বাঁচি না। সিনেমায় কাজ পাওয়ার জন্য পার্টিতেও যাই না। আমি বিশ্বাস করি, সিনেমায় ভালো কাজ করলে পরের সিনেমায় ডাক পাব।’
[ad_2]