Friday, October 15, 2021
Homeবিনোদনসৃজিত প্রযোজিত সিনেমায় জয়া

সৃজিত প্রযোজিত সিনেমায় জয়া

বিনোদন ডেস্ক

পরিচালনা তো অনেক হলো, আরো হবে। মাঝে একটু অন্য স্বাদটাও নিতে হবে তো। হয়ত সেজন্যই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি। এবারই প্রথম  প্রযোজক হচ্ছেন তিনি।

তবে প্রযোজনার মতো বড় কাজটি একা করছেন না তিনি। সঙ্গে আছে দীর্ঘদিনের সঙ্গী শ্রীভেঙ্কটেশ ফিল্মস। লাভ কিংবা ক্ষতি, যাই হোক না কেন, একা হবেন না তার ভাগিদার।

ভারতীয় গণমাধ্যম বলছে, শ্রীভেঙ্কটেশ ফিল্মস এবং সৃজিত মুখোপাধ্যায় যৌথ প্রযোজনায় এদেশে একটি সিনেমা নির্মাণ করতে চান তারা। বিস্তারিত খবর একনো পাওয়া যায়নি, তবে এটুক জানা গেছে, সৃজিতের প্রথম প্রযোজিত সিনেমায় পরিচালক থাকছেন তিনি।

এখন সৃজিত নির্মাণ করছেন ভাওয়াল রাজাকে নিয়ে সিনেমা ‘এক যে ছিল রাজা’। এই সিনেমার পরেই নাকি শুরু হবে নতুন ছবির দৃশ্যধারণ।

এই সিনেমায় অভিনয় করবেন জয়া আহসান। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সৃজিত আরো বাজি ধরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, এবং মমতাশঙ্করের উপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments