[ad_1]
যুক্তরাজ্যের ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
শনিবার, রুশ পররাষ্ট্র দপ্তর জানায় যুক্তরাজ্যের মস্কো দূতাবাসের কর্মীদের এক সপ্তাহের মধ্যে বহিষ্কার করা হবে। এতে আরো বলা হয়, রাশিয়ায় থাকা ব্রিটিশ কাউন্সিল ও সেন্ট পিটার্সবার্গের ব্রিটিশ কনস্যুলেটও বন্ধ করে দেয়া হবে।
এর আগে যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষ প্রয়োগের ঘটনায় রুশ সংশ্লিষ্টতার উপযুক্ত ব্যখ্যা দাবি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। বুধবার যুক্তরাজ্যে নিয়োজিত ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন তিনি। এ সময় এক সপ্তাহের মধ্যে রুশ কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দেয়া হয়।
তবে শুরু থেকেই সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে আসছে রাশিয়া।
[ad_2]