বরিশালে প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Dec 22, 2024 - 20:32
 0  5
বরিশালে প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ছবি : যমুনা টাইমস

ছাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

বরিশাল বিভাগে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে বরিশালের আভাস প্রশিক্ষন কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআর এন) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্বে করেন নারীপক্ষের (আরএইচআর) প্রকল্পের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন।

সভায় জেলা পর্যায়ে কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য গণমাধ্যমকর্মীরা কীভাবে ভূমিকা রাখতে পারে এবং প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তৃর্নমূলে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, তা সংবাদ প্রকাশের মাধ্যমে সমাধানের উদ্যোগে ভূমিকা রাখা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন বরিশাল বিভাগের ৫টি জেলার  বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশনের ২৫ জন সাংবাদিক।

এসময় বরিশাল বিভাগের বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা বলেন, প্রজনন স্বাস্থ্য বিষয়ে নানা ধরনের কুসংস্কার ও ভ্রান্ত ধারনা রয়েছ। যার কারনে কিশোর-কিশোরীরা সেবা নিতে আগ্রহী হচ্ছে না। জনবল সংকটের অজুহাত দেখিয়ে সেবানিতে আশা কিশোরীদের সঠিক ভাবে কাউন্সিলিং করতে পারেনা
সেবাদানকারীরা।

প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারনার কারনে কিশোর- কিশোরীরা নিয়মিত এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সবার সম্মলিত প্রচেষ্টার মাধ্যমে প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

সমাজের ধর্মীয় নেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করেনে ভূমিকা রাখার জন্য আহবান জানান।

এসময় সাংবাদিকগন বলেন, বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পাঠ্য বইয়ে লিপিবদ্ধ থাকলেও অনেক সময় শিক্ষকরা তা সাবলিল ভাবে পাঠদান না করে বাসায় পড়ে নিতে বলে থাকেন। এটি না করে শিক্ষকদের দায়িত্ব নিয়ে শ্রেনীকক্ষে শিক্ষকদের প্রজননস্বাস্থ্যসেবা বিষয়ক সাবলিল ভাবে পাঠদান করার জন্য আহবান জানান।
  
এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ২৩ শতাংশই ১০-১৯ বছর বয়সী কিশোর-কিশোরী। কোন ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের এক বিরাট অংশ কৈশোর কালেই বিয়ে, গর্ভধারণ এবং মায়ের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। নারীর উপর সহিংসতা, জরায়ুমুখ ক্যান্সার, যৌনরোগের উচ্চহার, সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর-কিশোরী এবং তরুনদের স্বচ্ছ ধারণা  না থাকায় এই বিশাল জনগোষ্ঠী আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুক্ষীণ হচ্ছে। তাই দেশকে এগিয়ে নিতে কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে সবার। আর সেটা সবার আগে শুরু করতে হবে পরিবার থেকে। কৈশোরের শিক্ষা, জ্ঞান ও অভ্যাস তার পরবর্তী জীবনের উপর অনেক প্রভাব ফেলে। কাজেই বর্তমান ও ভবিষ্যৎকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলতে কিশোর-কিশোরীদের যেমন সচেষ্ট হওয়া প্রয়োজন তেমনিভাবে মা-বাবা, পরিবার তথা সমাজের সবাইকে তাদের সাহায্য-সহযোগিতার জন্য এখনই এগিয়ে আসা জরুরি।

নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN) প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মাকসুদা খাতুন এর সার্বিক পরিচালনায় এসময় বক্তব্য রাখেন- বরিশাল প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও নিউজ 24 চ্যানেল এর বরিশাল এর স্টাফ রিপোর্টার সাইফুর রহমান মিরন, সময় টিভির বরিশাল বিভাগের ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরগুনার জেলার চ্যানেল 24 স্টাফ রিপোর্টার আবু জাফর সালেহ, বরিশাল বিএমকে এস এর পরিচালক কাওসার পারভীন, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ নির্বাহী পরিচালক ও সাংবাদিক আদিল হোসেন তপু, ঝালকাঠির ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি রহিম  রেজা, কালবেলা পটুয়াখালীর জেলা প্রতিনিধি মো: ইশরাত লিটন প্রমুখ।

কিশোর-কিশোরী, তরুণদের  ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় বরিশাল বিভাগের ৫টি জেলার ১৫টি উপজেলার কাজ করছে নারীপক্ষের ‘অধিকার এখানে, এখনই (আরএইচআর) প্রকল্পের তরুন নিয়ে কাজ করছে তারুণ্য কন্ঠস্বর প্লাটফর্ম। অধিকার এখানে, এখনই (আরএইচআর এম) প্রকল্পটি বাংলাদেশের কিশোর-কিশোরী, তরুণ, ও প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো আরও দৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছে।

এ প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow