রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি

Jan 8, 2025 - 11:51
 0  8
রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি
ছবি : যমুনা টাইমস

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে। উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। 

বুধবার (৮ জানুয়ারি) সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালীতে কয়েক হাজার তরুন-তরুনী ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে তারুণ্যের র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

র‌্যালী শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলায় কর্মরত সকল দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাঙ্গামাটি সদরের অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

এ সময়ে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকেই ভূমিকা রাখতে হবে। তরুনদের ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, তারুণ্যের উৎসব ২০২৫'  উপলক্ষে রিজার্ভ বাজারস্থ শহীদ এম আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা (১৬ জানুয়ারি), এর আয়োজন করা হয়েছে। এছাড়া তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা (টি-২০ ক্রিকেট), বালক ও বালিকাদের নিয়ে আলাদা (ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, ক্যারাতে) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সকলকে উপভোগ করার জন্য সবাইকে আসার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow