মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজে দেখতে দর্শানার্থীদের ভীড়
জসিম উদ্দিন, মোংলা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বানৌজা আবু বক্কর সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। এসময় বিভিন্ন শ্রেনী পেশার নানা বয়সের বিপুল সংখ্যক জন সাধারণ যুদ্ধ জাহাজ ও জাহাজের সরঞ্জামাদি দেখতে ভিড় জমান।
নৌবাহিনী কতৃক বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা ও যুদ্ধ জাহাজের কার্যক্রম সম্পর্কে আগত জনসাধারণকে অবহিত করা হয় নৌবাহিনীর পক্ষ থেকে।
এছাড়া নৌবাহিনীর জাহাজে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
What's Your Reaction?

