বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

Sep 10, 2025 - 10:11
 0  2
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে
ছবি : সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এ হরতাল কার্যকর হয়, যা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে। এই কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

হরতালের কারণে সকাল থেকেই জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে জরুরি সেবা ও ওষুধের দোকান খোলা দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে অফিসে যাবো বলে বের হয়েছি। কিন্তু কোনো বাস নেই। ইজিবাইকে সাধারণত ২০ টাকা ভাড়া হলেও আজ দিতে হলো ৫০ টাকা। প্রতিদিনই যদি এভাবে বাড়তি খরচ হয়, তাহলে চলা কঠিন হয়ে যাবে।

হকার শেখ হৃদয় আহমেদ বলেন, হরতালের কারণে সকাল থেকে আমরা রাস্তায় বসতে পারছি না। দোকানপাট বন্ধ মানুষের চলাফেরাও কমে গেছে। এতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে।

এদিকে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও জজ আদালতের সামনে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

চলতি মাসের ৪ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে গত সোমবার সকাল সন্ধ্যা হরতালের পর বুধবার-বৃহস্পতিবার আবারও হরতালের ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।

এর আগে গত ৩০ জুলাই নির্বাচন কমিশনার বাগেরহাটের রামপাল মোংলা নিয়ে গঠিত ৩ আসন বিলুপ্ত করার ঘোষণা দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow