ময়মনসিংহে গোপনাঙ্গ কেটে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

Oct 18, 2025 - 20:15
 0  4
ময়মনসিংহে গোপনাঙ্গ কেটে স্বামীকে হত্যা, স্ত্রী আটক
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী রাজিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) উপজেলার এরশাদবাজার সংলগ্ন কেষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ওই গ্রামের শামছুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে বাবুলের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন স্ত্রী রাজিয়া।

এমনকি তিনি তার গোপনাঙ্গও কেটে দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে আত্মীয়দের চিৎকারে প্রতীবেশীরা এসে রাজিয়াকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের ভাই নজরুল ইসলাম জানান, ঘরে বাবুল ও তার স্ত্রী ছাড়া কেউ ছিল না। তার স্ত্রীই তাকে হত্যা করেছে।

এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার (ওসি) তদন্ত মোজাম্মেল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত আরো জানাতে পারব। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow