সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

May 1, 2025 - 20:22
May 1, 2025 - 21:00
 0  109
সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঠিকাদারি ব্যবসায়ীক লেনদেনের জের ধরে ৬ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ ‘আজ দিচ্ছি, কাল দিচ্ছ’ এমন করে প্রায় ৮ বছর ধরে পিছনে ঘুরাচ্ছে কিন্তু টাকা পরিশোধ করছে না।

৬ লাখ ৬০ হাজার টাকার বিষয়ে সম্প্রতি পাওনাদার আশরাফুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা বলছে হাসান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হলেও সে সবসময় আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছে। বিগত সরকারের আমলে কোন রাজনৈতিক মামলা হয়নি। গত ১৭ বছর ধরে নিয়মিত ঠিকাদারি কাজ করেছেন তিনি।

মামলা না খেয়ে আওয়ামী লীগ সরকার তাকে দিয়েছে কাজের ঠিকাদারি। আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বিএনপি নেতাকর্মীরা জেলে অথবা বাড়ি ছাড়া ঠিক তখনই হাসান সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুরে করেছেন ৫তলা বাড়ি। একাধিক ব্যাংক একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকা।

ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ সুত্রে জানা যায়, ‘২০১৭ সালের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা কারিগরী কলেজের ৭০লাখ টাকার দর মুল্যে একটি বিল্ডিং নির্মানের কাজ পায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান। ঠিকাদারী কাজটি ৩ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জ শহরের আশরাফ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আশরাফুল ইসলামে নিকট বিক্রি করে  দেয় হাসান। বিক্রিত ৩.৫০ লাখ টাকা হাসানকে পরিশোধ করেন আশরাফুল। বিন্ডিং নির্মানের কাজের মুল্য ৩ কিস্তিতে উত্তোলন করেন আশরাফুল ইসলাম। জামানতের ৬ লাখ ৬০ হাজার টাকা শিক্ষা প্রকৌশলী ১বছর পর ফেরত দেওয়ার নিয়মে তখন আশরাফ কোন টাকা পায় না।’

অভিযোগ সুত্রে আরও জানা যায়, ‘১ বছর পর শিক্ষা প্রকৌশলী থেকে আশরাফুলের জামানতের  ৬ লাখ ৬০ হাজার টাকা গোপনে উত্তোলনে করে নিয়ে যায় হাসান। পরবর্তীতে সাব ঠিকাদার আশরাফুল বিষয়টি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসানকে জানালে, তিনি বলেন, আশরাফুল বিষয়টি কাউকে বোল না, আমি টাকা পরিশোধ করে দিব। ১ বছর অতিবাহিত হলেও যখন হাসান টাকা পরিশোধ করে না, তখন আশরাফুল বাধ্য হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সম্পাদক মোকাদ্দেস আলীকে বিষয়টি অবগত করেন। তিনিও বিষয়টি নিয়ে কোন সুরাহা দিতে পারে না। টাকা উত্তোলন না করতে পেরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে অবগত করলে তিনিও কোন সুরাহা দিতে পারেন না। অপরদিকে ৫ আগস্ট ২০২৪ পুর্বে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু'র নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি।’

বর্তমানে ৬ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করতে সিরাজগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ইকবাল হাসান মাহমুদ টুকু'র নিকট অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম।

ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, ‘টাকা তুলতে বিগত সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সম্পাদক মোকাদ্দেস আলী, বর্তমান সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তবে এবার টাকা উত্তোলন করতে সিরাজগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির মুরুব্বি ইকবাল হাসান মাহমুদ টুকু'র নিকট অভিযোগ দাখিল করেছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow