বাংলাদেশ সীমান্তে সতর্কতা, খতিয়ে দেখল ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কতা জোরদার করেছে ভারত। এরই অংশ হিসেবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সব পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরা প্রস্তুত বলে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই বলছে, প্রতিবেশী বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। শুক্রবার ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ত্রিপুরার দক্ষিণ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন।
কর্মকর্তারা বেলোনিয়া মহকুমার অন্তর্ভুক্ত সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শন করে সংবেদনশীল এই সীমান্তে মাঠপর্যায়ের প্রস্তুতি মূল্যায়ন করেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং এই সীমান্তের বড় অংশ এখনও কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে।
ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বেলোনিয়ার একটি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। সেখানে তিনি সীমান্তে চলমান অপারেশনাল প্রস্তুতির অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখসারিতে দায়িত্ব পালনরত সেনাদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করেন। তিনি ভারতীয় সেনা, আসাম রাইফেলস ও বিএসএফ সদস্যদের পেশাদারিত্ব ও প্রস্তুতির উচ্চ মান বজায় রাখার জন্য প্রশংসা করেন।
ইস্টার্ন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান সীমান্ত সুরক্ষায় সব স্তরের সদস্যদের নিষ্ঠা ও সতর্কতার ভূয়সী প্রশংসা করেছেন।
একইদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা বলেন, প্রতিবেশী বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুরোপুরি প্রস্তুত। আগরতলায় একটি সরকারি কর্মসূচিতে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডা. মানিক সাহা জানান, রাজ্য সরকার পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং কেন্দ্রীয় সরকারকে নিয়মিত অবহিত করছে। তিনি বলেন, যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিষয়, তাই সব ধরনের প্রতিবেদন দিল্লিতে পাঠানো হয়েছে এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নিরাপত্তা প্রস্তুতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কয়েক দিন আগে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়মূলক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং সীমান্ত ও নিরাপত্তা বিবেচনায় আগেই ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জাতীয় নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের শীর্ষ নেতৃত্ব রয়েছেন। তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় ভারত যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
What's Your Reaction?

