জিম্মিদের মুক্তির পরদিনই গাজায় আবারও হত্যাযজ্ঞ চালালো ইসরায়েল

Oct 14, 2025 - 20:34
 0  3
জিম্মিদের মুক্তির পরদিনই গাজায় আবারও হত্যাযজ্ঞ চালালো ইসরায়েল
ছবি : সংগৃহীত

জিম্মি ও বন্দি মুক্তিসহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েল ও হামাসের মধ্যে। ইতোমধ্যে ট্রাম্পের উপস্থিতিতে মিশরে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে সই হয়েছে গাজা শান্তি চুক্তি।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ রোববার ও সোমবার জিম্মি ও বন্দি মুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। ফলে ফিলিস্তিন আর ইসরায়েলে বিরাজ করছে উৎসবের মতো পরিস্থিতি। ঠিক এমন অবস্থায় আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য যে ছিল ‘যুদ্ধ বন্ধ’ সেটি আবারও প্রশ্নবিদ্ধ হওয়ার পথে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিটির শুজাইয়া পাড়ায় তাদের গুলি করে হত্যা করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী হত্যার বিষয়টি নিশ্চিত করে দাবি করে বলেছে যে ওই ব্যক্তিরা তাদের সেনাদের দিকে এগিয়ে যাওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়।

আইডিএফ আরও দাবি করেছে, তাদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাদের নির্ধারিত কথিত ‘হলুদ সীমা’ অতিক্রম করে ফিলিস্তিনিরা।’ গাজার বাসিন্দাদের সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছে আইডিএফ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow