সাবেক এমপি তানভীর ইমামের নারী সাপ্লায়ার ক্ষ্যাত ‘বিন্দু মাসি কবিতা’ এখনো ধরা ছোঁয়ার বাইরে!

Aug 11, 2025 - 03:06
Aug 12, 2025 - 11:01
 0  800
সাবেক এমপি তানভীর ইমামের নারী সাপ্লায়ার ক্ষ্যাত ‘বিন্দু মাসি কবিতা’ এখনো ধরা ছোঁয়ার বাইরে!
মহিলা আওয়ামী লীগ নেত্রী রিবলী ইসলাম কবিতা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আলোচিত খল নারী কেন্দ্রিক ভারতীয় বাংলা সিনেমা ‘বিন্দু মাসি’র কথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাস্তব জীবনেও যে এমন বিন্দু মাসি রয়েছে সেটিই ছিল এক অকল্পনীয় বিষয়! তবে অবাস্তব হলেও সত্যি রিবলী ইসলাম কবিতা নামের এক ভয়ংকর ‘বিন্দু মাসি’র সন্ধান মিলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

ক্ষমতার এতটাই উঁচু পাহাড়ে ছিলেন যে সিনেমার সেই বিন্দু মাসিও হার মানবে! রিবলী ইসলাম কবিতা একাধারে উল্লাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, সালিশি বৈঠকের নামে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে নারী সাপ্লাই দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে প্রভাবশালী হয়ে ওঠেন কবিতা বাগিয়ে নেন একাধিক পদ পদবী। অভিযোগ রয়েছে, রাজনৈতিক সখ্যতার মাধ্যমে তিনি সরকারি ও বেসরকারি প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং ভূমি সংক্রান্তসহ বিভিন্ন বিরোধে সালিশি বৈঠকের নামে অর্থ আদায় করতেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘ বছর নানা ধরনের অনিয়মে জড়িয়েছেন তিনি। উপজেলার কয়ড়া ইউনিয়নের চড়ুইমুড়ি গ্রামে ৬৫ বিঘা আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে গড়ে তুলেছেন ‘রিয়া রূপণ শিশু পার্ক’। তবে পার্কের বেশিরভাগ জায়গা জবর দখল করে নেওয়া।

২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক রয়েছে রিবলী ইসলাম কবিতা। অথচ পলাতক থাকলেও রহস্যজনক কারণে চলমান রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। শুধু তাই নয় গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামির তালিকায় নাম নেই তার। ফলে, উল্লাপাড়া উপজেলার বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তবে বিশ্বস্ত সূত্র জানায়, উল্লাপাড়ায় অবস্থান করছেন তিনি। সন্ধ্যা হলে বোরকা পড়ে সিএনজি যোগে চলাচল করেন তিনি। এদিকে সিরাজগঞ্জের একটি স্থানীয় গণমাধ্যম ‘দৈনিক কলম সৈনিক’ গত (৩ জুন) ‘‘উল্লাপাড়ায় বিন্দু মাসি হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেত্রী রিবলী ইসলাম কবিতার ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছে, ২০ লক্ষ টাকা দিয়ে বিএনপি নেতাদের ম্যানেজ!’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

স্থানীয়রা বলেন, ‘‘কবিতা একজন ফ্যাসিস্ট আওয়ামী দোসর। সে আবারও বিএনপিতে যোগ দেওয়ার অপচেষ্টা করছে। আমরা তার মাধ্যমে বিভিন্নভাবে নির্যাতিত। আমরা এই ফ্যাসিস্টের বিচার চাই।’’

চড়ুইমুড়ি এলাকার এক স্থানীয় যুবক বলেন, ‘‘মেইন রোডের সাথে দুটি ইটভাটা, পার্কের ভিতরে রয়েছে মাছের হ্যাচারি। তবে বাহ্যিক দৃষ্টিতে এটি শিশু পার্ক হলেও ভিতরে রয়েছে ডুপ্লেক্স বাংলো বাড়ি। আর এই বাংলো বাড়িতে চলে অসামাজিক কার্যকলাপ। এমপি সাহেবের মন খারাপ হলেই ছুটে আসতেন এই বাংলো বাড়িতে।’’

নাম প্রকাশ না করার শর্তে নারী সাপ্লাই এর বিষয়টি স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, ‘‘সাবেক এমপি তানভীর ইমামের ঘনিষ্ঠতার কারণে তার প্রভাব বহুগুণ বেড়ে যায়।’’

অনুসন্ধানে জানা যায়, গত ১৫ বছর দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বুনেছেন কবিতা। উল্লাপাড়ায় দৃশ্যমান পৌর শহরে বহুতল ভবনের বাড়ি, পৌরসভার কাউয়াক মোড়ে বহুতল ভবনের আল রাজি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, কয়ড়া ইউনিয়নে দুটি ইটভাটা, শিশু পার্ক। স্বামী মোফাজ্জল হোসেন বিলুর নামে একাধিক ব্যাংক একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকা। এছাড়াও দুই মেয়ে রিয়া, রূপণ এবং বড় মেয়ের (রিয়া) জামাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উল্লাপাড়া উপজেলার সহ-সভাপতি সাজ্জাদ পারভেজ অভির নামেও একাধিক ব্যাংক একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকা।

এ বিষয়ে জানতে রিবলী ইসলাম কবিতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

অভিযোগগুলো সত্য হলে তা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের জন্য গুরুতর উদ্বেগের বিষয় হতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow