উদ্যোক্তা গ্রেপ্তার, অনিশ্চতায় মেসির ভারত সফরের বাকি অংশ
কলকাতায় বিশৃঙ্খলার জেরে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেপ্তার হওয়ার পর লিওনেল মেসির ভারত সফরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 'জিওএটি (গোট) ইন্ডিয়া ট্যুর- ২০২৫'-এর ব্যানারে আয়োজিত এই মেগা ইভেন্টের পরবর্তী ধাপগুলো আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা।
মেসির এই সফরে কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লিতে যাওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, শনিবার হায়দ্রাবাদের উপ্পল স্টেডিয়ামে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলার কথা বিশ্বজয়ী তারকার। এরপর রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি চ্যারিটেবল ফ্যাশন শো ও সেলিব্রেটি ম্যাচে অংশ নেওয়ার কথা। সফরের শেষ ধাপে সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেসির সৌজন্য সাক্ষাতের বিষয়টিও নির্ধারিত ছিল।
কিন্তু পুরো আয়োজনের নেপথ্যে থাকা প্রতিষ্ঠান 'এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ'-এর কর্ণধার শতদ্রু দত্ত এখন পুলিশি হেফাজতে। মূল আয়োজক গ্রেপ্তার হওয়ায় বাকি ভেন্যুগুলোর ব্যবস্থাপনা এবং মেসির নিরাপত্তা প্রটোকল কে সামলাবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এখন পর্যন্ত আয়োজক সংস্থার পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। ফলে কলকাতা পর্বের তিক্ত অভিজ্ঞতার পর মেসির ভারত সফরের বাকি অংশ বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
What's Your Reaction?

