প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার ভারত সফর নিয়ে শঙ্কা

Oct 13, 2025 - 00:27
 0  2
প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার ভারত সফর নিয়ে শঙ্কা
ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার ভারত সফর নিয়ে কয়েকদিন ধরেই আলাপ-আলোচনা চলছে। মূলত প্রীতি ম্যাচ খেলতেই ভারতে আসার কথা আলবিসেলেস্তেদের। তবে সে সফর নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার দ্বিতীয়টি হওয়ার কথা ভারতে।

ফিফা প্রীতি ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা দল। সেখানে ইতোমধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে তারা। অপর ম্যাচটি আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অবশ্য এই সফর শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ নেই মেসিদের। যে কারণেই ভারত সফর নিয়ে শঙ্কা।

টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তন হতে পারে। ভারত সফরে না আসলে সেই ম্যাচটিও হতে পারে আফ্রিকায়। তখন মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow