একই অপরাধে দুইবার শাস্তি হাস্যকর : হৃদয় ইস্যুতে বিসিবিকে তামিম

Apr 25, 2025 - 19:00
 0  2
একই অপরাধে দুইবার শাস্তি হাস্যকর : হৃদয় ইস্যুতে বিসিবিকে তামিম
ছবি : সংগৃহীত

একই ঘটনায় দুইবার শাস্তি—তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে বিসিবির সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম ইকবাল। আজ মিরপুর শেরে বাংলায় বিসিবির কর্মকর্তাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মুখ খোলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিসিবিতে সকাল থেকেই জমজমাট পরিবেশ। একে একে হাজির হন তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, শরিফুল ইসলামরা। নিজেরা একদফা আলোচনার পর শেষ দিকে যুক্ত হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। পরে সাংবাদিকদের সামনে হাজির হয়ে হৃদয়ের শাস্তি ইস্যুতে অসন্তোষের কথা জানান তামিম।

তিনি আরও বলেন, ‘মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কী হয়নি এটা গুরুত্বপূর্ণ না। বড় কথা হলো বিসিবি কি তাকে খেলার অনুমতি দিয়েছে? যদি দিয়ে থাকে, তাহলে সে শাস্তি ভোগ করেছে। তাহলে কীভাবে আবার একই অপরাধে শাস্তি পাবে? বিষয়টা আমরা বোর্ড সভাপতিকে বুঝিয়েছি।’

তাওহিদ হৃদয় ডিপিএলে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় প্রথমে দুই ম্যাচ নিষিদ্ধ হন। পরে বাইলজ পরিবর্তন করে এক ম্যাচের নিষেধাজ্ঞায় নামিয়ে আনা হয় শাস্তি। কিন্তু সেই সিদ্ধান্তে তীব্র সমালোচনা হলে, লিগের টেকনিক্যাল কমিটি আগের রায়ই বহাল রাখে। ফলে ২৩ বছর বয়সী এই ব্যাটার আবারও এক ম্যাচ নিষিদ্ধ হন। যদিও গত ২০ এপ্রিল অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নেমে নেতৃত্বও দেন তিনি।

ঘটনা শুরু হয়েছিল ১২ এপ্রিল। সেদিন মোহামেডান ফিল্ডারদের আবেদনে সাড়া না দিয়ে আউট দেননি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ। তখনই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। এতে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয় এবং চার ডিমেরিট পয়েন্টসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরবর্তীতে আম্পায়ারদের বিরুদ্ধে মন্তব্য করায় আরও এক ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয় হৃদয়কে। নিয়ম অনুযায়ী সুপার লিগের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকার কথা ছিল তার, কিন্তু এক ম্যাচ পরই আবার খেলার সুযোগ পান তিনি, যা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র ক্রিকেটাররাও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow