হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত পথে পালানোর গুঞ্জন
ময়মনসিংহ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুই মোটরসাইকেল আরোহী ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তারা ভারতে পালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
হালুয়াঘাটের ভূটিয়ারকোনা এলাকা দিয়ে তাদের পারাপারের সহযোগিতার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- সিবিরন দিও (৩৫), সঞ্জয় লিপি (২৫)। তাদেরকে হেফাজতে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশের বিভিন্ন সূত্র জানিয়েছে, গত শুক্রবার হাদির ওপর হামলার পরপরই দুই মোটরসাইকেল আরোহী প্রাইভেটকার যোগে ময়মনসিংহে আসেন। সেখান থেকে আরেকটি প্রাইভেটকার ভাড়া নিয়ে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার পেট্রোল পাম্পে যান। সেখান থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে উপজেলার সীমান্তবর্তী গ্রাম ভূটিয়ারকোনা দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে তাদেরকে সহযোগিতা করেন আটক দুইজন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে হালুয়াঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে জানতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
What's Your Reaction?

